এখন নিস্তব্ধ রাতটাকে বড্ড বিরক্ত লাগে
ঝি ঝি পোকার ডাক যখন
বাতাসকে ঘন করে দিয়ে নিস্তব্ধতাকে ভেঙ্গে দেয়;
তখনই তোমার কথা মনে পড়ে।
মনে পড়ে গত হয়ে যাওয়া দিনগুলো
যখন দুজনে ছিলাম অতি কাছে
হাত বাড়ালেই তোমায় ছুতে পারতাম,
কিন্তু কি সাধ্য আমার তোমায় চিরসাথী করবো?
ভাগ্যটাই যে প্রতারক হয়ে ধরা দিয়েছে।


এখন জোছনার পূর্ণাঙ্গ চাদটাকে দেখে
মন শিহরিয়া উঠে না
মেঘের আড়ালে লুকায়িত চাঁদের অস্পষ্ট আলো
হৃদয়ে ঝড় তোলে না।
ভালোলাগা কবে ফুরিয়ে গেছে মন থেকে
তাও জানি না, শুধু জানি
যা ছিলো তা নেই আর যা আছে তাও থাকবেনা।


হয়তো কোনদিন রাতের নিস্তব্ধতাই বেশী চাইবো
আকাশে জোছনায় পূর্ণ চাঁদটাকে বা
মেঘের আড়ালে লুকায়িত চাদটাকে
ব্ড্ড কাছে পেতে ইচ্ছে করবে,
এইতো রীতি-মানব জীবন
এইতো সৃষ্টির রহস্য।