তুমি কে? অমরাবতী তন্বী তরুনী
মাঝে মাঝে অচেনা লাগে
মাঝে মাঝে খুব আপন হয়ে যাও।
তোমার অস্তিত্ব আছে বলেই হয়তো,
আমার এই কবিতা লিখার সাধ,
তোমাকে কখনো হারিয়ে ফেলি হাজার মানুষের ভিড়ে
তোমার মুখের অবয়বে কিসের যেনো খেলা।
তোমার এক একটি অঙ্গ মনে করিয়ে দেয়
কালজয়ী সেই সব প্রেয়সীদের কথা!


ঐ চোখ আমায় মনে করিয়ে দেয়
বনলতাসেনের কথা- যার চোখে চেয়ে
জীবনানন্দ দেখেছিলেন দারুচিনির দ্বীপের অস্তিত্ব;
ঐ হাসিতে মনে পড়ে রবী ঠাকুরের নন্দীনির কথা,
ঐ লাজুক ঠোঁট দুটি দেখে মনে পড়ে
অধরার কথা- যার নিঃশ্বাসে ভালোবাসার সুরা মিশ্রিত।


কে তুমি? সত্য করে একটিবার বলো?
তোমার পরিচয় বলো!
তুমি কি আমার সেই স্বপ্নে দেখা
নীলাঞ্জনা
নাকি দূর আকাশের মরিচীকা?