কখনো যদি এ নশ্বর পৃথিবীতে
আমার মাঝে আমাকে খুঁজে না পাও,
যদি দেখা পেতে চাও আবার তবে;
রাস্তার ধারের জীর্ণ ভগ্ন শরীরের
মাঝ বয়েসী কিশোর ছেলে,
যার অবলম্বন ডাস্টবিনের ছেঁড়া কাগজ,
আমি আছি সেই দুঃখি কিশোরের মাঝে।


আমি আছি ভোরের ঘুম ভাঙ্গানো
হাজারো পাখিদের মাঝে
আছি কৃষকের সোনালী ফসলে
কৃষাণীর নবান্নের উৎসবে, পিঠা পার্বনে,
ঐ দূর আকাশের তারাদের মাঝে
যেখানে চাতক চোখে চেয়ে থাকে এ ঘুমন্ত পৃথিবী
সেখানেও আছি আমি
খুঁজে দেখো।


আমায় পাবে বর্ষার মেঘের গর্জনে
শীতের চাঁদরে আচ্ছাদিত গ্রামের মেঠো পথের ধারে,
পাবে রাতের ঘুম পাড়ানি গানে
হিমেল বাতাসে নদীর জলে খেলায় মত্য থাকা
পানকৌড়িদের ডানায়।


সেখানেই থাকবো আমি
যা কিছু সৃষ্টি
যা কিছু সুন্দর
ক্ষণস্থায়ি এ পৃথিবীর বুকে।


৩১.০৫.২০০০