একদিন সন্ধ‌্যে বেলায় যখন
অপেক্ষা করছিলে আমার জন‌্যে পথ পানে চেয়ে।
তোমার দুচোখে ছিলে অশ্রুফোটা,
থেকে থেকে ঝড়ে পড়ছিল শুধু আমারই প্রতীক্ষায়।
অবশেষে আমি এলাম,
তোমার প্রতীক্ষার পালা শেষ করে।
তোমার দুচোখে যেনো
আনন্দের ধারা বয়ে গিয়েছিল,
কাছে যেতেই হাত দুটো ধরে বলেছিলে,
- কেন তুমি কষ্ট দাও।


এখনো তোমার ভালোবাসায় ভাটা পড়েছে
আমার জন্য। নিঃশেষ হয়ে গেছে মোহ,
এখন তোমার হৃদয়ে গভীর প্রতীক্ষার অধ্যায় নেই আমার জন্য নেই কোন সুখের নিশানা।
হঠাৎ করেই যেনো মেঘে ঢাকা
চাঁদের মতো অন্ধকারে তলিয়ে গেলে
চলে গেলে দূর কোন অজানায়।


২৯.০২.২০০০