সেদিন আকাশে ছিল ভরা জোছনার চাঁদ
আমার হাতে ছিল পিয়া তোমারই হাত,
মনে ছিলো রঙ্গিন স্বপ্ন অনাবিল
তোমায় নিয়ে বাঁধবো সুখের নীড়।
বনে বনে গেয়ে যেতো নাম না জানা কতো পাখি
বাগানে ফুটে রইতো হাজার রং এর ফুল
নদী বয়ে যেতো ধীরে অতি ধীরে
সূর্য্য অস্ত যেতো দিনের ক্লান্তি নিয়ে
আকাশে উঠতো রূপালী চাঁদ
কতো রঙ্গিন স্বপ্ন নিয়ে।


আজো উঠে রূপালী চাঁদ ঐ আকাশে
নদী বয়ে যায় তার আপন গতীতে
বনে বনে গেয়ে যায় পাখি
বাগানে ফুঁটে রয় হাজার ফুল
শুধু তুমি আজ নেই পাশে
হয়তো এ ছিল আমারই ভুল।


২৫.০৫.২০০০