আকাশে মেঘ জমেছে
ঘন ঘোর নেমেছে চারদিকে
সেই সাথে আমার হৃদয়ের আকাশেও
ঘন কালো মেঘ জমেছে।


ভাবতে অবাক লাগে
কেথা থেকে কি হয়ে গেলো,
সেই দিনের একটি ভুলের জন্য
আমার হৃদয়ে মেঘের ঘনঘঢ়টা।
আকাশে সূর্য্য উঠলে
পৃথিবীতে বাতাস বইলে
মেঘ কেটে যায়
বহুদূরে উড়ে যায়
কোন একদিন বৃষ্টি হয়ে নামে কোথাও।
কিন্তু আমার হৃদয়ের আকাশেতো
বৃষ্টি ঝড়ে না।
এ হৃদয়ে নেই কোন সূর্য্যের অস্তিত্ব
নেই কোন ঝড়ে হাওয়ার আভাস।
মেঘগুলোকে সরিয়ে সূর্য্য দেখাবে।
সব কিছুই কেড়ে নিলে তুমি
একটি ভুলের জন্যে।


যে হৃদয়ে ছিলো ঝড়ো হাওয়া
যে হৃদয়ের আলোয় আলোাকিত হতো চতুর্দিক
সে হৃদয় আজ অসহায়।
সে হৃদয় আজ নিস্তব্ধ মেঘাচ্ছন্ন
সব কিছুর সাড়ম্বার উদ্ভাবন করলে
সেই একটি ভুলের জন্য।


২২.০৭.১৯৯৯