তুমি যদি ফুল হতে আর হতাম আমি প্রজাপতি
তবে পাশাপামি থাকতাম সারাটিক্ষণ
উড়ে উড়ে বলে যেতাম মনের কথামালা।


তুমি যদি হতে পাহাড় আর আমি মেঘ
দূরত্ব যতই দূরের হতো দুজনায়
ভাসতে ভাসতে ঝড়ে পড়তাম তোমার গায়ে।


হতে যদি তুমি সবুজ ঘাস আমি বৃষ্টি কনা
অবসাদে নিঃসঙ্গতায় হৃদয় হাহাকার করে উঠলে
তোমার বুকে নেমে আসতাম করতে মিতালী।


হতে যদি তুমি বন্দিনী রাজকুমারী কোন দানবের
ফিরিয়ে আনতাম তোমায় জীবন বাজি রেখে
জয় করে নিতাম তোমার ঐ দুষ্টু হৃদয়।


২৫.০৫.১৯৯৯