আকাশ পানে মুগ্ধ চোখে দেখতে তুমি
ঐ দূরের চাঁদটাকে
প্রশ্ন করতে তাকে:
তুমি কি খুবই নিঃসঙ্গ?
কেন এ একাকী প্রহর তোমার?
জানতে চাইনি কখনো
ঐ চাঁদ
তোমায় কি বলেছিল।


আজ তোমার স্থানে আমাকে
নিস্পলক তাকিয়ে থাকতে হয়
ঐ দূর গগনে, কখনো গভীর রাতে
কখনো কাজের ফাঁকে।
কাউকে প্রশ্ন করিনা কিছুই
শুধুই এ দু‌‌-নয়ন খুঁজে ফেরে
লক্ষ্য তারা মাঝে সঙ্গ দিতে
ঐ দূর গগনের নিঃসঙ্গ চাঁদকে
যেখানে চলে গেছো তুমি
নিরবে, নিঃশব্দে
সেই সে তুমি।


১৭-০৭-১৯৯৯