আমার সবকিছুই তোমাকে নিয়ে
এই পথটলা, এই রাতজাগা
একা একা কথাবলা নিজেরই সাথে,
দূর নীলিমার দিকে তাকিয়ে থাকা
সব তোমাকে নিয়ে, সবই তোমার জন্য।


আমার এই কবিতা তোমার জন্যে,
আমার স্বপ্ন, কল্পনা, ধ্যাণ, জ্ঞান
সবই তোমার জন্যে।
আমার বর্তমান তোমার জন্য
তোমাকে নিয়েই আমার আগামী।


বুকের গভীরে অসহ্য যন্ত্রনা
হৃদয়ের গহীনে অনন্ত চিৎকার
বুক জুগে শুধুই হাহাকার, যেনো
জৌষ্ঠ‌্যের খরতাপ-তোমার জন্য।


তোমার জন্যে-হ্যাঁ পিয়া, শুধু তোমার জন্যে
আমার এই ছোট জীবনের
আনন্দ, বেদনা আর
একরাশ কষ্টময় বর্তমান।


২৬.১২-১৯৯৯