এখন প্রতিটি দিন কাটে
মিথ্যের সাথে পথ চলে,
প্রতিটি রাত কাটে দুঃসহ যন্ত্রনায়
সোনালী সূর্য্যের প্রতীক্ষায়।
মধ্যরাতে বাড়ী ফিরে চার দেয়ালের স্থান স্থানে
আমারই অপারগতা আর
পথচ‌্যুতির ছিব ফুঁটে উঠে অন্ধকারে,
চোখ মেলে কেবল দেখি
আমার তলিয়ে যাওয়া
অযাচিত নিয়মমাফিক কাজের কথা।
বহু বছরের প্রতিক্ষীত দিনটি যে কেমন করে
ধরা দেবে তা নেই জানা,
এমনও হতে পারে একদিন হঠাৎ করেই
জীবন কথা বলে উঠবে--
‍"এবার তোমার যাবার সময় হলো
এসো ঐ পাড়েতে, যেখানে
শুধুই ধ্বংসের জন্য প্রতীক্ষায় কাটাতে হয়।"