নীলিমার রং, আকাশের চাঁদ
সকালের সোনা রোদের ঝিকিমিকি আলোচ্ছটা
অনেকদিন দেখা হয়না,
কেবলই অন্ধকারে হারাতে চায় মন
যেখানে কোথাও নেই আশার আলো
কেবলই অন্ধকার গহনতা।
এভাবে জীবন চলে না, তবুও চলে যাচ্ছে
কেটে যাচ্ছে দিন, হারিয়ে যাচ্ছে
সোনালী সময় কোন একদিন
দেখা যাবে, কোন
অন্ধকার গহ্বরে তলিয়ে গেছি, যেখানে
সময়কে হাতরে হাতরে সমস্ত জীবনই কেটে যাবে
আলোর পথের সন্ধানে,
তবুও মিলবে না আলোর নিশান
এওকি মানব জীবন, নাকী
ঘটনা আর দুর্ঘটনার প্রহসন।