বনের পাখিটি ভাগ্য বিড়ম্বিত হয়ে
ধরা পড়েছির চার দেয়ালের মধ্যিখানে
কিছুদিন সব ঠিকঠাক।
ক্রমশ বাড়ে জ্বালা মুক্ত আকাশ ছোঁয়ার নেশা
শুরু হয় ডানা ঝাঁপটানো, দাপাদাপি
শেকল ছেঁড়ার অদম্য আকাঙ্খায় কেঁদে উঠে;
পোষ মানা খাঁচার পাখির মতো
থাকেনা শান্ত-ডানা ঝাপটানো অবশেষে ক্লান্ত।
একদিন সুযোগ মেলে বাইরে যাবার
মেলে দেয় ডানা মুক্তির আনন্দে দূর আকাশে
দিগন্ত থেকে দিগন্তে ছুটে চলে
সব পিছুটান, ভালোবাসা ফেলে
ভুলে যেতে চায় গত দিনগুলোর ক্লান্তি
উদ্দাম বাতাসের সাথে তাল মিলিয়ে
ডানা মেরে নতুন ঠিকানার খোঁজে।
নীলাকাশে যার সব গাঁথা তাকে বন্দি করা দুরাশা
মুক্ত ভালোবাসাকে নির্দ্দিষ্ট সীমায়
বেঁধে রাখার চেষ্টা নিস্ফল হয়-হারাতে হয়,
নীলাকাশে, সবুজ ঘাসে
তরঙ্গিত নদির উল্লাসে
ভালোবাসা যায় হারিয়ে
গাঢ় আলিঙ্গনে জড়াতে চাইলে।