প্রথম দিনের পরাজয় ভুলে মনে আশার আলো জ্বেলে
তোমার সম্মুখে এসে দাঁড়াই যখন
তোমার অধর কেঁপে উঠলো
হৃদয়ের গহীনে নাড়া দিচ্ছিল
তোমার না বলা কথা- ভালোবাসি।
তোমার কম্পমান হাত দুটি বারবার চাইছিলো
স্পর্শ করতে আমার বুক, আমার মুখ,
প্রকৃতির মাঝে বসে থেকে।
প্রকৃতির প্রাকৃতিক চাওয়া ভালোবাসা
আন্দোলিত করেছিলো তোমার হৃদয়,
চিৎকার করে বলতে চাইছিলে
তোমায় ভালোবাসি, পারোনি
হয়তো সাহসের কমতি ছিরো,
নয়তো সংসারের পিছুটানে
বারবার জড়িয়ে যাচ্ছিলে-তারপর বললে
এ আমি পারবো না কখনোই।
কিন্তু যে সত্য ভালোবাসায় আমায় স্থান দিয়েছো
তোমার সত্ত্বায় তা অস্বীকার করবে কেমন করে?
কি করে ভুলে থাকবে আমায় ভালোবেসেছো,
কি করে চেঁপে রাখবে সত্যকে
কেমন করে মুছে ফেলবে তোমার সত্ত্বায়
বেঁচে থাকা, জেগে থাকা এই আমায়?
না অন্তজামী নই আমি মোটেই, তবে
এ সবই উপলব্ধি করেছিলাম
তোমার লজ্জাবনত নয়ন, কম্প্রমান ঔষ্ঠাধর
হাতের মৃদু কাপুনী আর
হৃদয়ের উদ্দামতা দেখে!
হ্যাঁ তুমি আমায় ভালোবাসো- এ আমি জানি
আর বিশেষ কি ই বা জানার প্রয়োজন বলো?