তোমার ঐ শেষ চিঠিতে লিখেছিলে
ভুলে যেতে সব স্মৃতি।


গত হওয়া দিনগুলোকে শেষ রাতের
দুঃস্বপ্ন ভেবে নিতে।


বলেছিলে তোমার কথা ভেবে যেনো
কষ্ট না পাই, অশ্রু না ঝড়ে অবষাদে, একাকীত্বে।


বলেছিলে ঘৃণা করতে, মুঝে ফেলতে
তোমার দেয়া ভালোবাসা।


আমি কথা রেখেছি, ভুলে গেছি সবই
তোমার চলে যাওয়া, শেষ চিঠি।


তোমার অনুরোধ মেশানো চিঠির ভাষা
সব ভুলে গেছি।


শুধু ভুলতে পারিনি তোমার ঐ হাসি,
ঐ চোখ, বুক ভরা ভালোবাসা আর
ছোট ছোট আদরে ভরা উষ্ণতা।


স্বজতনে সাজানো আছে, থাকবে
এই হৃদয়ের পাতায়।