আমার কি ইচ্ছে করে না
রূপালী চাঁদের কোমাল জোৎস্নায়
পিয়ার হাত আমার হাতে
নির্ঘুম রাত্রি জাগতে?


আমার কি ইচ্ছে হয় না
নদীর বুকে নৌকোয় যেতে যেতে
ঢেউ গুনতে?
সোনালী ফসলের মাঠে দৌড়ে বেড়াতে?


বকুল তলায় দাড়িয়ে থেকে
বকুলের গন্ধ দেহে জড়াতে, অথবা
শিউলী তলায় ভোর বেলাতে
ঝড়ে পরা ফুল কুঁড়াতে, মালা গাথতে
পিয়ার অঙ্গ সাজাতে আমার স্বাধ জাগে না?


ইচ্ছে করে স্বাধও জাগে মনে
কি করবো বলো
সেই শিউলী বকুর কবে শুকিয়ে গেছে
পূর্ণিমার রাতে অন্য কারো বাহুডোরে
মোর পিয়া হয়ত রাত্রি জাগে
অন্য কোন সারথী নিয়ে।


নদীর জল শুকিয়ে গেছে তাই
সোনালী ফসলের মাঠও যে নাই
নদীর দু কূল জুড়ে।