তারপর কেটে গেলো চারটি বছর
প্রতিটি দিন কেটে গেছে, কেটেছে মাস বছর,
সেই সোনালী প্রত্যুষের কামনায়
কাটিয়েছি দীর্ঘ অপেক্ষারত সময়
মেই প্রত্যুষে আজ জেগে উঠলাম।


এখন সাফল্য, যশ, খ্যাতি আমার হাতে মুঠোয়
ধরা দিয়েছ গত দিনগুলোর প্রতীক্ষায়,
কেবল ধরা দেয়নি মনের মাঝে বাস করা
প্রিয় মানুষটি
ঝড়ে তাড়িত দিগভ্রান্ত উড়ন্ত পত্র পল্লবের মতো
হারিয়ে গেছো কোন এক কালের গর্ভে।


ধরা সে দেয়নি, অপেক্ষা ও করেনি,
তাই বলে যে স্মৃতিগুলো হৃদয়ে বাধা আছে
তার থেকে যে তারে মুক্তি দেইনি।


আজো কেবল হাতড়ে ফিরি,
মণ্থন করি
অতীতের টুকরো টুকরো স্মৃতি আর
সে সব কেবল তোমাকে নিয়েই
ওগো মোর স্বপ্নচারিনী।