আজ আমি নির্বাসন চাই
সুস্থ মস্তিস্কে, দেহে-মনে
নির্বাসন চাই এমন স্থানে যেখানে সূর্যোদয় ও সূর্যাস্তের মাঝে থাকবে
অনন্ত সম্ভাবনার আর নতুন আশার দীপ্তি।
আমি নির্বাসন চাই এই মাটি ছেড়ে অন‌্য মাটিতে
যেখানে প্রত্যহ মানুষের রক্তে আর অশ্রু ফোঁটায়
এই ধূলিকনা সিক্ত হয় না।
এমন এক নির্বাসিত জীবন চাই যেখানে
ধর্ষিতার ক্রন্দন, স্বজন হারা মানুষের আহাজারি
আকাশ বাতাসকে প্রকম্পিত করে না।
যেখানে মানুষের পোঁড়া গন্ধে দম আটকে আসে না;
শকুনের বেশে দু-পেয়ে জীবগুলো যেখানে
খুবলে খায় না মানুষের মাংস।


আমি এমন এক স্থানে নির্বাসন চাই, যেখানে
সারা জীবনের কষ্টের সঞ্চয়
উপরি বিহীন মন-মানুষিকতায় হাতে পাওয়া যায়;
সেইখানে-যেখানে দুঃস্থ্য মানুষের মাঝে বিতরনের জন্য
পোঁকায় খাওয়া খাদ‌্য বরাদ্দ দেয়া হয় না।


হ্ঁযা আমি সেইখানে নির্বাসিত হতে চাই, যেখানে
জীর্ণ কুটিরে রুগ্ন শিশুর শিয়রে বসে মায়ের অশ্রু ঝড়ে না,
নির্বাসিত হতে চাই সেখানে
ধর্মের দোহায় দিয়ে যেখানে পাথড় ছুঁড়ে
কাউকে হত্যা করা হয় না-
হ্যাঁ হ্যাঁ আমি সেইখানে নির্বাসন চাই
দুটো গোলাপের বিনিময়ে যেখানে পেট পুরে খাবার জোটে
প্রেমিকদল ভালোবাসার ছলনায় যেখানে
প্রেমিকার দেহের উষ্ণতায় নিজেকে না ভেজায়
যেখানে ভালোবাসার বিনিময় হয় কেবলই
ভালোবাসা দিয়ে, হৃদয় দিয়ে-উষ্ণতা দিয়ে নয়।


নির্বাসন চাই সেখানে, যেখানে
খেলার ছলে ধুলোর পড়ে লুটোপুটি খায় নগ্ন শিশু
ক্ষুধায় কিংবা নির্যাতনে নয়।
রাতের আধার নামলে দুমুঠো ভাতের আশায়
দেহদানের জন্য পথে নামতে হয় না
অথবা দারিদ্রের টানাপোড়ানে
বৃদ্ধের সাথে কিশোরী মেয়েকে
প্রহসন পূর্ণ বিয়ে দেয়া হয় না,


সেইখান থেকে ..........
হ্যাঁ  হ্যাঁ আমি নির্বাসন চাই
যেখানে দালালের দল শিশু কিংবা নারীকে তুলে দেয় না
ভীনদেশী মানুষের হাতে
নরম আসনে বসে জাতীর রক্ত চুষে খায় যারা
তাদের মাছ থেকে আজ নির্বাসন চাই।


আজ আমায় নির্বাসন দাও
যেখানে পিয়ার চোখে, কেবলই নিঃস্বার্থ ভালোবাসা।
হৃদয়ের গহীনের একান্ত ভালোবাসা।
প্রতিদানের আশায় যে পিয়ার হৃদয়
আমার হৃদয়ে আছড়ে পড়ে,
প্রতারিত ঠোঁটে মিছেই উচ্চারণ করে ভালোবাসি
যে পিয়া নিজের চাওয়াকে পেতে
মিছেই একান্তে কাছে টানে
সেখান থেকে নির্বাসন চাই,
আমায় নির্বাসন দাও-হে পৃথিবী
নয়তো বদলে দাও সময়
এই দুঃসময়।