হেঁয়ালি করে যে খেলা শুরু করেছিলাম
নিজেকে, নিজের অস্তিত্বকে নিয়ে,
আজ সব খেলার শেষ দেখতে চাই।


ছোট ছোট ভুলের মাঝে নব জীবনের শুরুটা
যেমনি করে গড়ে নিতো চেয়েছিলাম।
আজ এসেছি সেই গড়ে তোলা সাম্রাজ‌্যে বাস করতে।
পৃথিবীর আবর্তনের সাথে সাথে জীবনের
গতিময়তা চেয়েছিলাম, তোমার হাত ধরে
আজ সেই পথের গন্তব্য খুঁজতে এসেছি।


একটি সত্য প্রকাশের মধ্য দিয়ে গন্তব্য জানতে এসেছি-
সেই না বলা কথাটি জানতে যা তোমার
হৃদয়েরে গহনতায় খুব যত্নে লুকিয়ে রেখেছো।
যে কথাটি বলতে গিয়ে যে সত্য জানাতে গিয়ে
থমকে গিয়েছিলে আজ জানতে দাও-


যদি সে সত্য হয় কঠিন, রূঢ় কিংবা যন্ত্রনাময়
বুকের মাঝে যে বোঝা নিয়ে দগ্ধ হচ্ছি
তা হালকা করার সুযোগ আজ চাইতে এসেছি
তোমার নিস্পলক চেয়ে থাকা কম্পিত ঠোঁটের কোণে
না বলা কথামালা শুনেত এসেছি
প্রিয়তমা আমি সেই পথে মাথা উঁচু করে
পথ চলতে চাই-যে পথ আমায়
নতুন দিনের সূর্য্য এনে দেবে
নতুন করে বাঁচতে শেখাবে।