আমার এই নিরবতাকে ভেবে নিও
সময়ের অদৃশ্য ছোবলের মর্মকথা,
আমার এই নিঃস্পন্দ শিহরণকে ভেবে নিও
কল্পনার আঙ্গিনাতে কালের শব যাত্রা,
আমার অবাক চেয়ে থাকাটাকে তুমি ভেবে নিও
ঝড়ো হাওয়ায় বিধ্বস্ত কোন বিবর্ণ উদ্যান।


যতো কাছে আসো, যতই ভালোবাসো
পাবেনাতো কোন প্রতিদান, পাবেনা
পুলকিত হৃদয়ের স্পন্দনে আন্দোলিত বাহুডোর
যদি চাও ভালোবাসার মূল্য ভালোবাসায়,
যদি চাও অভিমানের তরঙ্গে ভাসমান কোন আশ্রয়
চাও যদি নির্ভতা আশ্রয় নিষ্ঠুর পৃথিবীর বুকে,
হয়তো আমি পারবো না তা দিতে।
তাইতো দূরে দূরে থাকা একা রাত জাগা।


এক জীবনের স্বল্প খন্ডের বিশালতায় আছে
হতাশা, ক্লান্তি আর ভূলের হাতছানি
জীবনটা দিনে দিনে ক্ষয়ে গেছে অদ্রশ্য কোন ছোবলে
তাইতো জড়াতে চাইনা কোন নতুন জীবনতে
চাইনাতো কোন সাজানো উদ্যান বিবর্ণ হোক
ঝরা ফুলের পাপড়ি আর শুকনো পাতায়
আর তাই নিঃসঙ্গ চেয়ে থাকা ঐ নিঃসঙ্গ
জোৎস্না মাখা চাঁদের পানে।


২৩-০৫-২০০৭