জোৎস্নায় প্লাবিত চারপাশ মেঠোপথে চলমান আমি,
বহমান শান্ত জ্বলে চাঁদের প্রতিচ্ছবি।


একা নিঃসঙ্গ পথ চলার মুহুর্তটাকে
এক অপরূপ শোভায় ধরা দেয় আমার দু'চোখে।


হৃদয়ে উদ্বেলিত হয় সুর, বাংলার রূপ
এত বৈচিত্রময় এতো আপন যেনো
মুহুর্তেই ভূলিয়ে দেয় সকল যাতনা, নিঃসঙ্গতা।


আরো ক্রোশ দুই বাকী গন্তব্যের
দূরে অস্পষ্ট আলোচ্ছটায় প্রতীয়মান হয়
বাড়ীর আঙ্গিনায় সারি সারি ধানের শীষ।


বুকভরা আশা নিয়ে কৃষকের উৎপাদিত ফসল,
মাচায় ছুলে থাকা কচি লাউয়ের ডগায়
হলুদ ফুল।