মন দোলে আমার প্রাণ জ্বলে
ওগো যায় যে মিলনের ক্ষণ গো
কোথা তুমি মোর মন চোরা
কোথা তুমি মোর প্রাণ ভ্রমরা ।


তোমার বাঁশির গানে, আমার হৃদয় টানে
ছুটে ছুটে যাই আমি শুধু তোমার পানে
আমার হৃদয় হলো আকুল গো
কাছে এসো মোর বাশুরিয়া ।


তোমার বাঁশির সুর, হৃদয়ে যে ভরপুর
সারাদিন পাগল করে যে আমায়
মন শুধু তোমার কাছে যেতে চায়
ওই বিষের বাঁশী আমায় বড্ড জ্বালায় ।


তবু যেতে না পারি
আমার পায়ে যে বেড়ি
মনে লাগে লোক লাজের ভয়
তুমি কিছু উপায় করো বাশুরিয়া ।


বিফল প্রেমের যে দীপ তুমি জ্বেলেছো
সে দীপ মনে লাগিয়েছে আগুন
আমার জীবনে আসে না
আর গো রঙিন বসন্ত ফাগুন
দুচোখে আমার হায়
অশ্রু যে ঝরে যায়
তবু আশায় আশায় কাটে দিন হায়
ফিরে এসো মোর বাশুরিয়া ।