একাকিনী বিরহীনি আমি
পোহাই যামিনী,
কত কষ্ট ভরা এই মনে
বলো সেটা বুঝবে কজনে ।


হয়তো আমি কালো বলে
দুঃখ আমার সাথি
তাই তো আজও একা একা
পোহাই আমি রাতি ।


মনেতে কত আশা
যদিও কাউকে না পেয়ে
নীরব হয়েছে ভালোবাসা
এখন তো চোখের অশ্রু
হলো ব্যথার ভাষা ।


একাকী শয়নে ভাবি
কেউ তো কাছে আসবে
কেউ তো বুকের মাঝে
আগলে রেখে
জড়িয়ে ধরে ভালোবাসবে ।


কিন্তু সে কে ?
আমার মনে ফাগুন রাতে
তুলেছে ঝর যে
কিন্তু সে কে ?
যার জন্য এই হিমেল রাতে হায়
ডুবে যাই ভরা বর্ষায় ।


সে আসবে বলে রাতেও
সন্ধ্যা প্রদীপ জ্বলে আঙিনায়
তবু সে তো আসেনা হায়
বসে থাকি তারই প্রতিক্ষায় ।


                                 - রাজর্ষি রায়