প্রতি রাতে খাবার টেবিলে বসে ভাবি,
আজ ছাদে উঠবো চাঁদ দেখতে।
খাওয়া শেষ হলেই ভুলে যাই।


যেদিন মনে থাকে
ছাদে উঠে চাঁদ দেখতে পাইনা।
কালো মেঘের আঁচলে চাঁদ ঢেকে যায়,
কিংবা অমাবস্যার রাতেই যাই ইচ্ছে পূরণ করতে।


চাঁদের কোনো দোষ নেই তাতে ,
পক্ষ কালের সংজ্ঞা পড়েছি সে কোন শৈশবে।


সময় বয়ে যায় নিজের নিয়মে,
অবসরে সাজাই নিজেকে কাপালিকের বেশে,
আলোর সন্ধানে ব্যস্ততার হাটে দু’হাত ভ’রে অন্ধকার কিনি।
প্রেমিক হতে পারিনা।


খুব সাধ জাগে প্রেমিক হবার।
তাই যমজ ভাইয়ের সাথে ত্রাণ বিতরণের বরাত পেতে লড়াই করি ,বোমা ফাটাই,
শিশুর সারল্যে লাশ গুনতে ভুলে যাই।


সময় বয়ে যায় নিজের নিয়মে,
অবৈধ ইচ্ছার প্রকোপে  রেখে যায় শূণ্যস্থান।
মন তাই প্রেমিক হতে পারেনা,
শুধু ভাঙা বাঁশিটা ধরা থাকে হাতে  পৌরাণিক আদলে।