মানবতা মানবতা বলে চিৎকার করে লাভ নেই
পৃথিবী থেকে ঐ শব্দটি বিলীন হয়েছে সেই দিন
যেদিন রক্ত খেকো নরপিশাচরা
ঝাপিয়ে পড়েছিল এদেেশের ঘুমন্ত বাঙালীদের উপর
কৃষক, শ্রমিক, মুটে,মজুর
শিশু,যুবক,বৃদ্ধ, নারী
এমন কি গর্ভবতী মায়েরাও রেহাই পায়নি
নরঘাতকেদর নিষ্ঠুরতার কাছে।


মানবতার বুলি এখন
বইয়ের পাতায় বন্দী
মানবতা মানবতা বলে চিৎকার করে লাভ নেই।


ঘুষখোর, চাঁদাবাজ, দাংগাবাজের
দখলে মানবতা শব্দটি
মানবতা মানবতা বলে চিৎকার করে লাভ নেই।


মানুষের ভালবাসা, মুল্যবোধ, পারস্পারিক সম্মানবোধ এখন
আধুনিকতার পায়ের নিচে পিষ্ঠ
সত্য বললেই জবাই হতে হয় এখানে
পুড়ে মরতে হয় সিগারেটের মত
মানবতা মানবতা বলে চিৎকার করে লাভ নেই
ভূলে যান এগুলো।


আর মনুষ্যত্ব,
এটা এখন কাঁচা বাজারে
পাল্লায় বিক্রি হয়
নিষ্ঠুর বাস্তবতার কাছে
প্রয়োজনের কাছে
সমাজ ও দেশের ধারক, বাহকদের কাছে
মনুষ্যত্ববোধ মনুষ্যত্ববোধ বলেও চিৎকার করে লাভ নেই।


ভালবাসাকে জিম্মি করে
মা-বাবার কোল খালি করে
সুস্থ মানুষকে পঙ্গু করে
স্বপ্ন কে হিংস্রতায় গলা টিপে মেরে কি
মনুষ্যত্ববোধ জন্মায়
নেই মানবতা, মনুষ্যত্ববোধ নেই
মানবতা মানবতা বলে চিৎকার করে লাভ নেই
মানবতা মরে গেছে, মনুষ্যত্ববোধও পঁচে-গেল মিশে গেছে
হিংসায়, নাটকীয়তায়, হিংস্রতায়,
মায়ের কান্নায়
অবুঝ শিশুর চোখের জল ধারায়।