ভালবাসার রং কেমন হয়, কেউ কি আমাকে বলতে পার?
লাল, নীল, বেগুনী, সাদা নাকি নিকষ কালো?
আর বেদনা, কষ্ট, দুঃখ নাকি ভিন্ন ভিন্ন মানের হয়,
মাঝে মাঝে খুব বোকা লাগে
আমি বুঝি ভালবাসার মানেই বুঝিনা।


শুনেছি ভালবাসা নাকি-
দুটি হৃদয়ের অবিচ্ছ্বেদ্য মনের জোড়হীন মিলন বন্ধন, একটি হৃদয় অন্যটির শূন্যতায় ব্যকুল প্রতিক্ষা,হতাশায় বুকবাঁধা,সুখ-দুঃখ ভাগাভাগি করে,আজীবন ধাতব মুদ্রার মত বসবাস করা।


আজকাল আধুনিকতার নিষ্ঠুরতায় ভালবাসা কি হারিয়ে ফেলছে তার আপন রং?
এখন ভালবাসার মানেও বদলেছে হয়তো-
ভালবাসা মানে মোবাইল ফোনে মিথ্যে পরিচয়,
নিজেকে মিথ্যে করে ভালবাসার মানুষের কাছে উপস্থাপন, মিথ্যে করে চুমু খাওয়া, অসহায়তার সুযোগ নিয়ে খারাপ আচরন করা,এমন কি মিথ্যে করে বলা-
আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালবাসি,
আমি বুঝিনা, এ ভালবাসার মানে বুঝিনা।


ভালবাসা নাকি পবিত্র, স্বর্গ থেকে নেমে আসে, ভালবাসা অন্ধ, শোসনহীন,শাসনহীন, জাত-পাত কিছু মানেনা-
তাহলে এগুলো কি পুঁথিগত কথা, এর কোন বাস্তব ভিত্তি নেই?
ভালবাসার অর্থ, ভালবাসার রং , ভালবাসার অভিব্যক্তি আমি জানিনা-
ভালবাসার মানে আমি সত্যিই বুঝিনা।


ভালবাসা -
আত্মার সাথে আত্মার প্রাকৃতিক আকর্ষণ, শব্দহীন,বর্নহীন,গন্ধহীন,অনুভূতি
যেখানে বিরামহীন মেঘহীন ভালবাসার বৃষ্টি হয়
যার মাধ্যমে দুটি হৃদয়ের মিলন মোহনার সৃষ্টি হয়।
আমি বুঝি ভালবাসার মানেই বুঝিনা
আমি সত্যিই বুঝিনা।