শুনেছি ভালবাসা দুটি হৃদয়ের জোড়হীন এক অদৃশ্য বন্ধন
যার মাধ্যমে একটি মন আর একটি মনকে অনুভব করে
চেতন-অবচেতন, শয়ন-স্বপন, জাগরণ
হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়ার স্বপ্ন নিরন্তন।


তবে যারা বাপের টাকায়
গাড়ি হাকায়
ইংরেজী বাংলার মিশ্রন করে
মিথ্যে সাজানো প্রেমের অভিনয়ের মাধ্যমে
সাদা-মাঠা, সরল সহজ মেয়েদের
অসহায়ত্বের সুজোগ নিয়ে
জীবনটাকে সর্বস্বঃহারা করে
তাকে সুধী সমাজ কি বলে???
এটা কি প্রেম নাকি ভালবাসা??
নাকি ভালবাসার নাম করে
ভাল করে মিথ্যে ভালবাসার ফাঁদে ফাঁসানোর
ভালবাসার নীল নকশা।


আজকাল ভালবাসার রং ও বদলে গেছে অনেকটাই-
মনের সাথে মনের মিলনের অবকাশ নেই বললেই চলে,


যে মানুষের উদ্দেশ্য থাকে অসৎ,
সেখানে ভালবাসা কি জন্মে আদৌ??
তার মানে ভালবাসা-টাসা এখন আর নেই বললেই চলে
ভালবাসা মরে গেছে.....মরে গেছে।