সমুদ্রতে বান ডেকেছে, আসছে ধেয়ে রঙ্গ
অন্ধকারে আত্মা ফুঁড়ে, চেয়েছিলাম সঙ্গ,
যাহার লাগি আত্মত্যাগী, বলছি তারে আর না
সুখটা তোমায় উৎসর্গ, বেচতে চাইছি কান্না।


মুখের ভেতর মায়ার নেশা, পালাচ্ছিযে তাইতো
পাচ্ছি সময় সর্বটুকু, দেবার কিছু নাইতো,
মন্ত্র দানেই মন্ত্রমুগ্ধ, যাচ্ছি বলেই আসি
বিরক্তকে ছাড় দিয়েছি, বেচতে চাইছি হাসি।


শরীর জুড়ে বন্যা আসে, রাখছি ধরে কষ্ট
বুকের গল্প খাতায় ভাসে, করছি শরীর নষ্ট,
মুখটা চিনেই সর্বস্বান্ত, থাকছি অল্পক্ষণ
ইচ্ছাস্বাধীন গৃহবন্দী, বেচতে চাইছি মন।


স্বপ্নগুলো ফাঁকেই রেখে, আসছে নতুন দিন
মিথ্যে বয়স একলা কাটে, বাড়ছে শুধুই ঋণ,
ভুলছে আমায় নিজের মতন, খুঁজছে আমায় কেহ
বদল করছি প্রতারণা, বেচতে চাইছি দেহ।


অল্প-স্বল্প আলোর খেলা, বাড়ছে স্বপ্ন তাইতো
স্বপ্ন মাঝেই থাকছি বেঁচে, সময় দেখছি নাইতো,
বাড়ছে বয়স কমছে বয়স, করছি সদাই ভান
স্বপ্নগুলো সাধন করে, বেচতে চাইছি প্রাণ।


জগৎ মাঝে নিত্য পাপী, তাইতো একটা ভুল
রৌদ্র-বৃষ্টি এইতো বেলা, ভাঙছে উভয় কূল,
বান ডেকেছে মিথ্যাচারে, জাগছে সত্য ভীতি
কঠিন তীব্র শিক্ষা নিয়ে, বেচতে চাইছি নীতি।


ধূসর মৃত্যু ব্যর্থ দিনে, দেখছি অট্টহাসি
হয়তো অন্ধ চক্ষু, কবির বাজছে হৃদে বাঁশি,
পড়ছে রক্ত ভিজছে খুশী, হারাচ্ছিযে ভাষা
হতভাগ্য অতীত সময়, বেচতে চাইছি আশা।


আনন্দতে ঘূণ ধরেছে, আনন্দটা নিত্য
বেজায় খুশী দম ফেলাতে, দুঃখ চেনায় চিত্ত,
বাস্তবতা আড়াল করে, মারছি তীব্র টান
পকেট ফাঁকা ভবঘুরে, বেচতে চাইছি গান।