বন্ধ দু'চোখে পদধূলি পড়ে আলোর এখনো বাকী
অন্ধ তমসা ছন্দ হারিয়ে আমাকে দিয়েছে ফাঁকি,
নিভে যাওয়া দ্বীপ নিভে যাওয়া মনে কিসের খেলাতে মাতে
মন্ত্র পড়িয়া যন্ত্র হয়েছি, মরিয়াছি অপঘাতে,
দিনে-দিনে তাই দিনহীন হয়ে যাযাবর অনুসারী
অর্ধেক প্রেম অর্ধেক বাকী, পুরোটাই বাড়াবাড়ি,
তবু কিঞ্চিৎ আলোর লোভেতে এখনো তাকিয়ে থাকি
অন্ধ তমসা ছন্দ হারিয়ে, আমাকে দিল যে ফাঁকি।


দুয়ারে দাঁড়ায়ে করেছি আঘাত, ব্যাঘাত করেছে বাধা
বিফল হয়েছে বাঁধন সাধনা, বিফল হয়েছে সাধা,
মনিহার যাহা কন্ঠে জড়ালো, সেইতো হয়েছে ফাঁসি
পলকের মাঝে উধাও হয়েছে কত দাস কত দাসী,
কভূ কাঁদি, কভূ হাসি, কভূ ভেসে যাই অনুরাগে
আমিও আছি, তুমিও আছো, তাহারা ছিলো যে আগে,
ভাগে-ভাগে তাই করেছি দু'ভাগ, প্রতিভাগে কতো ধাঁধা
বিফল হয়েছে সাধনের বাধা, বিফল হয়েছে সাধা।


মৃত্যুরে তাই মার্জনা করে হইয়াছি সেনাপতি
তোমার বেলাতে প্রতারণা আর আমার বেলাতে ক্ষতি,
সতী তুমি, আমি সৎ নই, তবু সত্যেরই উপাসনা
অলংকৃত অঙ্গ মাঝারে শূণ্য নির্বসনা,
শেষ বলে যারে করেছি আপন, সেই করে দিলো শেষ
এখনো মুছেনি দু'চোখের জল, এখনো কাটেনি রেশ,
রতিলীলে তাই হারালেম দিশা, বুঝিনি তাহার মতি
আমার বেলাতে শুধু জল সখি, আমার বেলাতে ক্ষতি।