ঝলক মেরে পলক তুলে তীক্ষ্ণ করিস 'কাম'-এর টান
তোর অঙ্গজুড়ে রঙ্গলীলা, সঙ্গে আমার আহবান,
ঢংগ ভরে আলগা করে বলগা ছুটাস তীব্রতর
অন্যরকম বন্যমেহন, বুকটা শূণ্য বালুর চর,
রামের নেশায় আল্লাহ যীশু, বড্ড গোলে ভীষণ প্যাঁচ
ঈমানখানি বিমানতালে যেথায় পারিস সেথায় ব্যাচ,
হায়নারুপী জিহবা থেকে বায়নারুপে ঝরাস লাল
কালের নেশায় তাল হারিয়ে কাল করিলি উন্মাতাল,
গায়েব থেকে নায়েব আসে বাজার মাঝে হাজার-হাজার
কেউবা তাদের মূর্তি বানায়, কেউবা গড়ে তুলছে মাজার,
চেষ্টা হাজার সভ্য-ভব্য, লভ্য অংশ সঙ্গে নিয়ে
আল্লাহ যীশু রামের দোহাই, আমার ধর্ম আমার 'ইয়ে',
পরের ধনে লোভটা প্রচুর, ক্ষোভটা বেড়ে যাচ্ছেতাই
ডানের পন্থী বামের পন্থী, পন্থী বাড়ে সর্বদাই
বেহেশত-দোযখ-স্বর্গ-নরক, নাম রাখিতেই উস্তাদী
ডিভিশন আজ যুগের ফ্যাশন, ধর্ম এখন বস্ত্রাদী।