অবধারিত আলিঙ্গনে শিহরণ, শব্দ পায় গায়েব
দিকে-দিকে যুদ্ধ, কে রাজা, কে নায়েব,
সাধারণের ব্যর্থতাই অট্টহাসি, মনে বেশ্যাবৃত্তি
উপভোগ করো শয়তানী, কখনো দোষ, কখনো ফুর্তি,
বিধাতার আশীর্বাদ ভুলে গেছি, চারপাশে স্বচ্ছ ধোঁকা
তোমরা মানুষ হও, মানুষ হও; আমি হবো বোকা!
-
চঞ্চলতায় আনন্দিত? কি ছিলো মস্তিষ্কের আদেশ
ওহো! নাউযুবিল্লাহ! তুমি রাম! তবে তোমার ওদেশ,
তাইতো এক থেকে একাধিক, একশো থেকে একশো হাজার
আখিরাতের আন্দোলনে আখিরাত? আল্লাহ মালুম! গড়ে উঠে বাজার,
তথাপি এখনো বয়েসী বাচাল, এখনও যে আমি 'খোকা'
তোমরা মানুষ হও, মানুষ হও; আমি হবো বোকা!