বিশ্বজনীন হঠাৎ মলিন উর্ধ্বাকাশে তুলছে বায়ূ
কাঁপছে ভূধর নিথর-পাথর, কাঁপছে আলো নিভছে আয়ু;
জলগগনে হেঁচকা টানে
উঠছে ধূলা উর্ধ্বপানে,
পাতাল ফেটে মাতাল হয়ে উঠছে লাভা মাটির স্নায়ু
সেই লাভাতে ভাবনা ভুলে ফুলেল কবির নিভছে আয়ু।
-
এই প্রভাতে কোন শিরাতে যখন-তখন আসছে কালো
প্রদীপ হয়ে কোন হৃদয়ে জ্বালছ কবির অগ্নি আলো;
করছ সাথী মাতামাতি
যাচ্ছে দিবস আসছে রাতি,
বুকের ভিটায় বাড়ছে স্মৃতি, বাসছ তবু নিজেই ভালো
প্রদীপ রুপে কোন গগনে কার লাগিয়া জ্বালছ আলো।
-
বন্য মনে অন্য সনে গণ্য হয়ে ধন্য যারা
তাদের লাগি মাগছ দোয়া, ধুম্রজালে দিশেহারা;
পারাপারেই ডুবছে ভেলা
সাঙ্গপঙ্গোপালের মেলা,
খেলার সঙ্গী অঙ্গভঙ্গি করছে একা পাগলপারা
যখন কাছে আসছে দোয়া, সেই দোয়াতেই দিশেহারা।