আমি মাংসাশী,
পেটকে করেছি কবরস্থানে, আর মন কে করেছি হিংস্র ,
জিহ্বার উগ্র রসনা করিতে তৃপ্ত ,
আমার মতোই এই বসুন্ধরা আশ্রিত প্রাণবন্ত একটি  প্রাণ কে ,
অনায়াসে কোন অনুতাপ ছাড়াই করতে পারি নিঠুর হত্যা ।
খাদ্য খাদকের সম্পর্কের দোহাই দিয়ে আমি ভুলে সহজেই  যাই,
হত্যাকৃত প্রাণীটির বহু হৃদয় সম্পর্কে সম্পর্কিত
যে অন্ধকার পশুত্ব পেরিয়ে মোরা মানবিকতার শিখরে উর্ত্তীর্ন্ন,
সামান্য লালসায় তা ভেঙে, নেমে পারি আদিম পাশবিকতায়।
সুস্বাদু মৎসের ডিম আস্বাদনের নেশায় নিদারুণ পাশবিকতায়,
চিরে ফেলে গর্ভবতী রক্ত মাংসের এক মায়ের পেট খাবার প্লেট সাজাই।
তবু বলি মোরা নিদারুণ সভ্য প্রাণী।