এই নির্জন অন্ধকার সুবিশাল সাম্রাজ্য, এতো তোমার এ দান প্রিয়ে ।
তিমির অন্ধকার ধাঁধাঁহীন বড় বিশ্বস্ত, ভেদাভেদহীন পূর্ণ বিলীনতাই লীন ।
কন্টকের এই রাজমুকুট বহিঃজাগতের সব যন্তনা থেকে বিরত রাখে আমায়।
শুন্যতার পরম পূর্ণতাই আমি তৃপ্ত,  ধন্য আমি , ধন্য হে তোমার দান।


নিশ্চুপ নিস্তব্দ অন্ধকার এই কক্ষ আমার নবজীবনের আতুর ঘর।  
ভ্রম সৃষ্টিকারী আলো, অতি বাক্য রূপ শব্দ দূষণ থেকে নিজেকে রাখি মুক্ত ।
অল্প আলোয় আজ সব স্পষ্ট , অল্প আহারে মেটে ক্ষুধা ।
আবিষ্কার করেছি অন্তজগতের এক সুবিশাল পরিসরকে।
একটা পূর্ণ নিস্তব্দ শুন্যতার মাঝে লুকিয়ে থাকা পূর্ণতার বিলীন ।