পারলে করিও ক্ষমা ,
তোমায় ক্ষমা করার অক্ষমতায় দোষী রব চিরকাল।  
যদিও শরীরটাকে সরিয়ে এনেছি বহু কাল।      
তবুও এ মনে, নীরব নিভৃতে রোজ  
তীব্র ভালোবাসার ফুল ফোটে গহন অন্ধকারে।
প্রকাশের অভাবে দেখা যায়না বটে ,  
কিন্তু সে ফুল সৌরভে অস্তিত্ত্ব সদা বুদ্
যে সুখ হয়নি তোমার ,
সে গৃহ সুখের কক্ষপথ ছাড়ি পথের করেছি সাথী।
জীবনের রাজপথে যখন কোনো দেখি সুখ,    
তখন তব শূন্যতা স্পষ্ট হয়ে, ম্লান করে প্রাণ।
তোর লাগি ফাটাইবো বুক , নীরব চিৎকার হাহাকারে ,
তবু ধরা নাহি দেব।