রাজ্য জুড়ে যদি তুমি থাকতে
সারা রাজ্যে বেকারত্বের হাহাকার
কত বেকারের চোখের জলে কাটছে দিন
শিক্ষা নিয়ে করছে রাস্তায় ভিক্ষা,
আন্দোলনের  ছাতা হয়ে যাচ্ছে ফুঁটো,
বেকারত্বের চোখের জল মূল্যহীন
কঠোর আকাশে বিষ ছড়িয়ে গেছে,
নিঃশব্দে নিঃশ্বাস রুদ্ধ,
যদি তুমি সত্যিই থাকতে রাজ্যে জুড়ে
তোমার চোখে পড়তো।
তোমার চোখে পড়ে মদনার ওই ব্যাটা
কালিতে পড়ে গেছে চাপা,
নস্ট করে তার পাতা
নোটে পড়ে গেছে চাপা,
ধাপ্পাবাজ সর্বত্রই করছে রাজ।
তোমার চোখে কি পড়ে?
যারা বেকারত্বের স্বপ্ন চুরি করে
নিজের ঘর বাঁধে!
চোরের রাজত্বে সাদা পাতা
ছেপে উঠে দিন পেরিয়ে রাতে,
ক্ষুধার্ত আজ ব্যর্থ নেই তার অর্থ
শিক্ষা কি সত্যিই  করতে শেখায় ভিক্ষা?
যদি তুমি সত্যিই থাকতে...।
লিখতে হতো না গল্প সুইসাইড নোটে
কিংবা কলম ছেড়ে সন্ত্রাস হতে,
এই কলমের কি বা দাম
যেখানে বাজারে বিক্রি হয়ে
যাচ্ছে কলমের মলম।
তুমি নেই...  তাই
সংবিধানের পাতার ওপরে
লাশ খেকো লাল পোকা বেড়াচ্ছে চরে!