একটা দেশলাই যেমন জ্বলে উঠে
সলতে জ্বালাতে ফিরে হয় না ভাবতে,
মানুষের ভিতরে বাঘ,সিংহ আছে ঘর বেধে,
একটা ঘরে আগুন জ্বালাতে হাত না কাপে!
মাংস পোড়ার গন্ধ সাময়িক নাক মুখ বন্ধ,
ভিতরে গল্পের পাতা যা সাজানো
ছাই হয় একটু একটু করে
দেশলাই কে কি যায় বোঝানো?
গল্প - মানুষ, ভাবা যায় না বিকল্প,
সাজানো,গোছানো প্রিয় পোষাকে
শুধু একটা দেশলাই
ছারখার করে সমস্ত গল্পের পাতাগুলিকে
এ ছাই যা চোখে দেখা যায় না
ছাই হয়ে কেউ হারিয়ে যায়,
কেউ বা ছাইয়ের সাথে মিশে যায়।