চাপা গল্প ঠিক যেন কালো বাগিচা
তবুও যেন বেঁচে থাকা,
রাস্তার পাশে যারা
কিংবা মুখ লুকিয়ে কেউ আছে,
গল্প থেকে কেউ নয় ছাড়া;
কেউ হাত চাই
কেউ হাত হতে দূরে রয়,
তবুও যেন বেঁচে থাকা
বুকে কালো বাগিচার গল্পের ভয়,
এ সমাজে কেউ আছে সাধুবেশে
তবুও কিছু ভয়,
দেহ খানি যেন দেহের নয়!
এ যেন ধুলায় আর ঝড়ে লুটায়
কালো বাগিচা বুকে নিয়ে বেঁচে থাকা!