টিক টক টিক টক
ঘড়ির কাঁটা,
রাত ১২ টা,
জানালা খোলা
দুই পরীর মেলা
হাতে ফুলের তোড়া,
চাঁদের হাসি
মিলে যায় আলোয়
জোনাকিপোকা আসে একে একে
দুই পরীর কথা  বলতে,
ভিজেছে দূর্বা ঘাস
স্নিগ্ধ বাতাস,
আলতা লাগানো পায়ে
ওই আসে কে?
ভিজে গেছে পা দুই খানি,
চুল তার নাই ছড়ানো,
খোপায় গোলাপ লাগানো,
মুখে মৃদু হাসি
চাঁদের আলোয় মিলায়।
পরী দুটি গেল কোথায়?
ওই তুমি কে?
হাত বাড়িয়ে ছুঁতে চাই
ছুঁতে কি দেবে আমায়?
টিক টক টিক টক
ঘুম ভেঙে দেখি
আমি শুয়ে আছি বিছানায়।