অঙ্কে বরাবর কাঁচা
আমি...
হিসাব মিলাতে শিখি নি
কোন দিন ..
সাদা অঙ্কের খাতায়
শুধু কাটাকুটি ...
পাটি গণিতের জটিল
ভাষায়
মিলাতে পারিনা উত্তর।
জীবনের খাতায়
যোগ আর বিয়োগের
ক্রান্তীয় সময়ে
উল্টো ফল ও ফলে ।
ভাগ করে দি,
আমি আমার বেহিসাবী সব কিছু।
ভাগ শেষ শুধু..
বরাদ্দ থাকে আমার জন্য ।
জীবনের খাতায় ,
যোগ আর বিয়োগের
কোন ফরমুলা জনি না
আজও ..
নীল গ্রহের মতো শুধু
পথ চলি কক্ষপথ
ধরে ...ক্যালেন্ডার শেষে
লিপইয়ার হবো বলে