তোমার সঙ্গে হেঁটেছি
সন্ধ্যা আর সকাল
হেঁটেছি পাশাপাশি
ধূলিময় পথে।
কখনো হাটি হাটি পায়ে,
খেয়েছি হোঁচট আমি
বহুবার ,তবুও
পশ্চাতে দেখিনি চেয়ে।
নিকষ কালো আঁধার রাতেও
দেখেছি তোমার
চাঁদের শরীর।
বেঁধেছি ভাঙা বাঁধ
পথের পাথরে ।
আজও আমি পথ চলি
তোমার হাতে হাত ধরে
নদীমুখী হবো বলে।
ভেঙেছে স্রোত
চেনা পথ
আর নরম মাটি
গড়েছে দ্বীপ
সবুজ হবে বলে ।
তোমার আর্দ্রতায়
ভিজেছি আমি অহর্নিশ ।
ঈশানে যখন
উঠেছে ঝড়।
নৈৠত যখন
ভেসেছে বানে।
তখন ও আমি হেঁটেছি।
হারানো পথেয় তো
চিনেছি তোমাকে ।
উষ্ণ আর শীতল
সাগরের স্রোত...
স্রোতহীন জলাবর্তে,
গড়েছে সবুজ শৈবাল।
ভূখণ্ডের অন্তরীপে
দাঁড়িয়েও আমি ঘেমেছি
তোমার উষ্ণতায়।
দেখেছি ভোরের লাল
সূর্যাদয় আর
সাগরের সংহতি । শিলিগুড়ি ১২.০৯.১৫