ভোরের অ্যালার্ম ।
আগাছায় ভরে গেছে
আমার নিকানো উঠোন
মাটি ফুঁড়ে ওঠেনি উদ্ভিদ।
প্রোটোপ্লাজম শুষ্ক এখনও
সুপ্ত ভ্রূণের ভাঙেনি ঘুম।
বীজের ভীষণ অসুখ আজ
অঙ্কু্রোদগম হয়নি বহুদিন।
গেরস্থের হেঁসেল
ভেঙেছে বিড়াল।
সীমান্ত গাঁয়ের
কাঁটা তাঁরের যন্ত্রণার শব্দ শুনি
নিশুতি রাতে।
অহংকারী খরগোশ
থেমে গেছে স্তব্ধ জলাধারে।
ঘরের জানালার ফাঁক দিয়ে দেখি আমি,
শাঁকচুন্নির আলোর শরীর।
আলোর মিথ দেখি চারিদিকে।
এক দীঘি স্তব্ধ জলাধারে
চেয়ে দেখি ,শুয়ে আছে
আস্ত একটা নীলাকাশ নীরবে ।
পাখির গানে শুনি আমি।,
ভোরের অ্যালার্ম । শিলিগুড়ি ২৯.০৯.১৫