বাঁচার মন্ত্র
কালো মেঘ
নাই আর বাতাসে ,
মেঘ পরী দোল
খায় আকাশে।
থেমে গেছে
মেঘেদের চিৎকার
আর নেই
ঘূর্ণির হুঙ্কার।
সোনালি ধানের শিষ
নেচে উঠে হরষে
রোদে পোড়া শরীর
ভিজে হিমের পরশে।
মাঠ ঘাট জমি জমা
ভাঙ্গা নদী কূল,
অযত্নে আনাদরে ফুটেছে
সাদা কাশ ফুল।
দুধ সাদা মেঘেরা
আঁকে ছবি
আলো রঙ তুলিতে।
বাঁচার মন্ত্র
খুঁজি আমি
ঢাকের কাঠিতে ।