প্লবতার সূত্র
সাঁতার জানি না আমি
যদিও আমি জলের খুব কাছে ছিলাম
স্রোতহীন জলে ডুবেছি উঠেছি
মেপেছি জলের গভীরতা
দেখেছি জলের গভীরে
মাছেদের ঘোরা ফেরা
আমি ভাসতে শিখিনি
বাতাসে।
উড়তে পারিনা পাখির
মতো আকাশে ।।
ঝড়ো দিনে
উড়ে যাই আমি
শুকনো পাতার মতো সহজে।
বেনো জলে ভেসে যায় নিমেষে।
প্লবতার সূত্র পড়েছি,
আমি শুধু বইয়ের পাতাতে