হারিয়ে যেতে ভাল লাগে
অচেনাদের মাঝে
আমার মন সরল মনা
মানুষ কেবল খোঁজে
চা বাগানে গেছ কি তুমি?
গেছ কি কমলা যেথা ফলে ?
সেই বাগিচার সবুজ দেশে
খেয়ালি মন কেবলই উড়ে চলে ।
মনটা আমার বন্দি ছিল
কোন খাঁচাতে কে জানে?
আজকে যেন খাঁচা ভেঙ্গে, ছাড়া পেল
সবুজ দেশের মাঝখানে ।
মাটির গন্ধে ভরপুর
কথা বলে ,গাছ পালা
এদের নিয়ে করবো ঘর
এদের মাঝেই বাঁধবো চালা।
আমার মন ভাসছে আজি
সবুজ দেশের নীলাকাশে
মনের মানুষ খুঁজছি
আমি চা বাগিচার আশেপাশে