শেষ থেকে
কর্মের পাশে
কর্মীর ঠাই
এ জগতে নাই
এখন অন্ধকারের জীবেদের দখলে রাজপথ
ভণ্ডের দল গড়ে সন্তের আশ্রম
আমাদের গুছানো সংসারে
এখন ডিজিটাল ইন্ডিয়া,
সৌখিন খুনিরা
দিব্যি দখল করে
করে তোমার বরাদ্দ চেয়ার
পান কৌড়ির মত
ডুব দিতে দিতে
ওঁরা থাকবেই মিছিলের প্রথম সারিতে।
তোমার উর্বরা সময়
বিদ্রূপ করে তোমাকে।
তোমার কর্মের
বারমাস্যা তোমকে ভেংচি কাটে।
বিকালের লাল মেঘ
আর সন্ধ্যা তারা দের
ভীড়ে হারিয়ে যাও তুমি ।
আমি শুধু খুঁজি তোমাকে
কোন কন কনে শীতের ভোরে
কিংবা ভর দুপুরে
একটা মিছিলের জন্য
আরো কিছুদিন অপেক্ষা করবো আমি
যে মিছিল শেষ থেকে শুরু হবে ।