আঁধারের শরীর জুড়ে
আলোর মালা
শক্তির উপাসনায়
উপোসী সাধক
খোঁজে রক্তের স্বাদ
জবা কুসুম মন্ত্রে
যূপকাষ্ঠে ধ্বংস হয়
প্রানের নির্মাণ..
শ্মশানে ঠিকরে পড়ে আলো
তবুও নরমুণ্ডের চোখের
কোটর এখনও
নিকষ কালো ।
এ যেন চাঁদের ক্ল্যাভিয়াস
সভ্যতার ভাঙে না ঘুম
সৃষ্টির উল্টো রথ ছুটে
আদিম অরন্যে ...
আলোর উৎসবে .
শ্মশানের ভয়হীন শান্তিতে
খুঁজি ..বাঁচার মন্ত্র