ঠোঁটের ফাঁকে
ফসকে যায় কথা
বুকের ভিতর
গুমরে ওঠে ব্যথা।
শীতের নদী
বইছে এখন ধীরে,
ভাঙছি জল
উঠবো বলে তীরে।
ভাঙ্গা সাঁকো পার হলেই
আমার সেই গ্রাম
বুড়ো গাছের গায়ে লেখা
আমার প্রিয়ার নাম।
তুমি যখন হিসাব করো
যোগ বিয়োগের খাতায়
আমি তখন খুঁজবো তোমায়
বন তুলসীর পাতায়।
মাটির সঙ্গে লেপটে আছে
আমার নাড়ীর টান
মায়ের কোলের গন্ধে আছে
বেঁচে থাকার গান। শিলিগুড়ি,১৫.১২.১৫