মাটি আর পাথরের
চুম্বন দেখি রোজ
আগুনের আঁতুড় ঘরের
কেও রাখেনি খোঁজ।
বায়ু উষ্ণতার সোহাগে
ভেঙেছে খনিজ ঘর
জলজ সংঘর্ষে আজও
ভাঙে নদীর চর
পাথর গড়ে এখনও
নদীর ভাঙা কুল
পাথর পাথরে ফোটায়
আগুনের ফূল
শিকড় খোঁজে শুধু
মাটির খবর
শিকড় জানে কেবল
পাথরের জলঘর।