একুশ আমার
একুশ তোমার
একুশ প্রানের কথা
একুশ হল
জীবন বাঁচার
মায়ের লড়ায় গাঁথা।
একুশ দেখে
স্বপ্ন সকাল
আঁধার শেষে ভোর
একুশ হল
এগিয়ে চলা
ভাঙ্গিয়ে ঘুমের ঘোর।
একুশ হল
রক্তে রাঙ্গা
রক্তে ফোটায় ফুল
একুশ হল
বোনের পিঠের
ঢেও খেলানো চুল ।
একুশ হল
প্রভাত ফেরী
কৃষ্ণ চূড়ায় লাল
একুশ জানে
ফেলতে ছিঁড়ে
ষড়যন্ত্রের জাল।
একুশ শেখায়
জোট বাঁধতে
দিন বদলের গান
একুশ আনে
একুশ জানে
মায়ের নাড়ীর টান।