যন্ত্রণা সব
মিলছে ডানা
আমার প্রিয়ার কোলে।
নতুন দিনে
ফাগের রঙে
স্বপ্ন হবে বলে।
পলাশ বন
লাল হয়েছে
ফাগুন রাঙা দিনে,
তোমার চুল
ঢেও খেলে যায়
আমার ফাগুন মনে।
তোমার কথায়
ফুটবে ফুল
বসবে ঘরে
ফাগ পরিদের মেলা
আকাশ জুড়ে
দেখবো আমি
আলো রঙের খেলা।
সবার ব্যথা
যন্ত্রণা সব
জ্বালিয়ে দিও চিতায়
বেঁচে থাকুক
তোমার সুখ
আমার মনের মিতায়।
ফাগুন চোখে
দেখবো আমি
তোমায় নতুন সাজে,
পলাশ ফুলে
রঙের আগুন
ফাগের বাজনা বাজে।
রঙিন দিনে
রঙের কথা
ভ্রমর আসে যায়
ফুল ফুটছে
নতুন দিনের
ফাগের বাগিচায়।
জ্বালিয়ে রাখি
আলোর পিদিম
আমার প্রিয়ার অন্তরে
রাতের বেলায়
দেখবো তোমায়
নরওয়ের বন্দরে